ছাতা সেজে মাছ শিকারি পাখি ব্ল্যাক এগ্রেটস
ছাতা দিয়ে ধোকা মাছ কে বানানো বোকা, শিকারকে বাগে আনবার জন্য কতইনা বৈচিত্রময় ফাদ পাতার কৌশল শিকারি করে থাকে। আজকে আমরা আপনাদের দেখাতে চলেছি এমন একটি বিস্ময় কর প্রাণী যার চতুরতা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। ব্ল্যাক এগ্রেটস! আফ্রিকান সারস পাখি। প্রানীকুল এর মধ্য সবচেয়ে চতুরতা সম্পন্ন প্রানী হচ্ছে এই ব্ল্যক এগ্রেটস। কালো রঙের…