বিস্ময়কর মঙ্গল গ্রহ সম্পর্কে অজানা কিছু তথ্য
মঙ্গল গ্রহ… এক রহস্যময় গ্রহ যা নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। মহাকাশ বিজ্ঞানীরা যুগের পর যুগ গবেষণা চালিয়ে যাচ্ছেন এ নিয়ে বিভিন্ন প্রশ্নের সমাধানের সন্ধানে। কি আছে মঙ্গল গ্রহে? এর আবহাওয়া, মাটি, বায়ুমন্ডল, আকাশমন্ডল, ভূপৃষ্ঠে-পাতালে কি আছে? এখানে প্রানের অস্তিত্ব সম্ভব কি না, এটি মানুষের বসবাসের যোগ্য কি না… ইত্যাদি নানা বিষয়ে জানতে কৌতূহলী বিজ্ঞানিরা…